রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

সিংড়ায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার 

সিংড়া (নাটোর) প্রতিনিধি 

সিংড়ায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার 

নাটোরের সিংড়া উপজেলায় জামতলী বাজার এলাকায় নাটোর-বগুড়া মহাসড়কের পাশ থেকে রোববার (২২ অক্টোবর) নাটোর হাইওয়ে ও সিংড়া থানা পুলিশ অজ্ঞাত এক ব্যক্তির (৫৫) মরদেহ উদ্ধার করেছে। 

পুলিশ জানায়, সকালে  জামতলি এলাকা থেকে ফোনে একজন থানায় খবর দেন-মহাসড়কের পাশে একটি লাশ পড়ে আছে। খবর পেয়ে নাটোর হাইওয়ে এবং সিংড়া থানা পুলিশ লাশটি উদ্ধার করে। 

পুলিশ বলছে, নিহতের মাথার বাম পাশে আঘাতের চিহ্ন এবং গলায় আচরের দাগ রয়েছে। বাম কান দিয়ে রক্ত বের হচ্ছিল। নিহতের গায়ে আর কোথাও আঘাতে চিহ্ন নেই। এটি সড়ক দুর্ঘটনা, না হত্যা কিছুই বলতে পারছে না পুলিশ। 

সিংড়া থানার তদন্ত ওসি রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের জন্য পিবিআইকে বলা হয়েছে।  ময়নাতদন্তের পর রিপোর্ট পেলে বলা যাবে এটি হত্যা, না সড়ক দুর্ঘটনাজনিত মৃত্যু।

টিএইচ